Loading Now

কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেক্স ।।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৫ আগস্ট) শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।

বাণীতে ড. ইউনূস বলেন, ‘শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্মাবতার শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন।

সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় তার শিক্ষা ও দর্শন আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। ’
তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

আবহমানকাল ধরে মানুষ এ ভূখণ্ডে ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ’
‘ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর।

কেউ যেন সমাজের শান্তি-শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব নষ্ট করতে না পারে, সে জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে,’-বলেন প্রধান উপদেষ্টা।

বাণীতে তিনি আরও বলেন, ‘শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি। আসুন, সকলে মিলে গড়ে তুলি সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর, বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ। ’

জন্মাষ্টমী উৎসবের সার্বিক সফলতা এবং দেশের প্রতিটি নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ড. ইউনূস।

Post Comment

YOU MAY HAVE MISSED