কেন্দ্রীয় কমিটির শোকজ নোটিশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন রুপাতলি বাস মালিক সমিতির!
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল রুপাতলি মিনিবাস মালিক সমিতির বর্তমান নেতৃত্ব অর্থাৎ সভাপতি/সম্পাদক কে কারন দর্শানো এবং পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত কোনরুপ কাউন্টার ফি ও চাদা আদায় করতে নিষেধ করেছে কেন্দ্রীয় বাস মালিক সমিতি।গত ২১ নভেম্বর কমিটির সাধারন সম্পাদক এসএম আহমেদ খোকন সাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে নিষেধ অমান্য করে রবিবার সকালে বরিশাল রুপাতলি মিনিবাস মালিক সমিতির সাধারণ সভা করেছেন বর্তমান সভাপতি জিয়াউদ্দিন সিকদার। যদিও তিনি দাবী করেছেন এখন পর্যন্ত কোনো চিঠি তিনি পাননি। পেলে কোন সভা করতেন না।এখন যেহেতু সাংবাদিকদের মাধ্যমে তিনি জানলেন সেহেতু জবাব দেবেন।
জানা গেছে, বরিশাল রুপাতলি মিনিবাস মালিক সমিতির একাধিক সদস্যরা গনতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে একটি কমিটির দাবীতে কেন্দ্রীয় সড়ক পরিবহন সমিতিতে একটি চিঠি প্রেরন করে।এতে প্রায় ৫০ জন সদস্য সাক্ষর করেন।ঐ চিঠির পরিপেক্ষিতে রুপাতলি মিনিবাস মালিক সমিতিকে ৬ জন সদস্যর বিষয়ে সাংগঠনিক ব্যাবস্থা নেয়ার কথা বলা হয়।কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করা হয়েছে।
একই সাথে ৩৮ জন সদস্য সাক্ষর করে নির্বাচন চাইলে সে ব্যাপারে কোন সিদ্ধান্ত না পাওয়ায় বরিশাল রুপাতলি মিনিবাস মালিক সমিতিকে
১৪ কর্মদিবসের মধ্যে উওর দিতে বলা হয়েছে। অন্যথায় কমিটি কেন বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এ সময়কালীন কোন প্রকার কাউন্টার ফি ও পার্কিং ফি সহ কোন চাদা আদায় না করতে বর্তমান কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।
তবে আজ রবিবার সকালে বরিশাল রুপাতলি মিনিবাস মালিক সমিতির ৪০ জন মালিক উপস্থিতিতে এক সাধারন সভা করেছেন বর্তমান সভাপতি জিয়াউদ্দিন সিকদার।
Post Comment