কোটিপতিদের ক্লাব নয়, সংসদ হোক গণমানুষের অধিকার আদায়ের কেন্দ্রস্থল : ডা. মনীষা
নিজস্ব প্রতিবেদক ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ মনোনীত প্রার্থী ও বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় জেলা প্রশাসকের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুছিকান্ত হাজং। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বাসদ নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
বাসদ নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যেই বাসদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলার পক্ষ থেকে ডা. মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র সংগ্রহ করা হলো।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা, দুর্নীতি ও লুটপাটের রাজনীতির অবসান এবং শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাসদ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা আরও বলেন, বরিশালের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায্য অধিকার আদায়ে ডা. মনীষা চক্রবর্তী একজন সাহসী ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
ডা. মনীষা চক্রবর্তী এ সময় বলেন, আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলতে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই সংসদের ভেতরে ও বাইরে অব্যাহত রাখতে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা সংসদকে কোটিপতিদের ক্লাব থেকে জনগণের অধিকার আদায়ের কেন্দ্রে পরিণত করতে চাই। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন থাকলে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
মনোনয়নপত্র সংগ্রহ অনুষ্ঠান শেষে বাসদ নেতাকর্মীরা আগামী দিনের নির্বাচনী কার্যক্রম সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



Post Comment