কোষ্টগার্ডের অভিযানে হাতবোমা, দেশীয় অস্ত্রসহ ৬ সন্ত্রাসী আটক
ভোলা প্রতিনিধি ।।
ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে ২৯টি হাতবোমা, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০টি দেশীয় ধারালো অস্ত্রসহ ৬ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।রোববার (২৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মফিজুল হক মজু (৬২), মো.শাকিল (২৬), মো.মোবারক (৩৮), মো.ইব্রাহিম (২৩), মো. মামুন (৩২) ও মো.সিকান্দার (৬৪)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা সকলেই ওই একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে করা এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ।
প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, ভোলা সদর উপজেলাধীন বিভিন্ন চর এলাকার জনগণের উপর দুর্ধর্ষ সন্ত্রাসী মো.মফিজুল হক মজুর নেতৃত্বে একদল কুখ্যাত সন্ত্রাসী দীর্ঘদিন যাবত জমিদখল, চাঁদাবাজি, নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করতো মর্মে জানা যায়।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র,২৯টি হাতবোমা ১০টি দেশীয় ধারালো অস্ত্র ও ২০ গ্রাম গাঁজাসহ ৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে অটক করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Post Comment