Loading Now

খালেদা জিয়া ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

অনলাইন ডেক্স ।।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ হালনাগাদ জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের ব্রিফিংয়ে জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়া আগে যে অবস্থায় ছিলেন, কয়েকদিন আগেও যা বলেছিলাম, তিনি সে অবস্থাতেই আছেন।’

তিনি বলেন, ‘মেডিকেল বোর্ড প্রতি দিন সকালবেলা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেন। আলোচনা করেন। সন্ধ্যার পর বিদেশিদের (চিকিৎসক) সঙ্গে আমাদের যৌথ মিটিং হয়। এভাবে চিকিৎসা চলছে। উনি এখন পর্যন্ত চিকিৎসা ঠিকমতো গ্রহণ করতে পারছেন। যে অবস্থায় ছিলেন, তিনি সেটি মেইনটেন করে যাচ্ছেন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ আরও বলেন, ‘আমরা ও চিকিৎসকেরা আশাবাদী, ইনশা আল্লাহ উনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। ওনার যে বয়স ও অসুস্থতা, যেভাবে তাঁকে বন্দী রাখা হয়েছিল, সে কারণে তাঁকে পরিকল্পিতভাবে চিকিৎসা দেওয়া যায়নি, দিতে দেওয়া হয়নি। তাঁর অনুস্থতা বেড়ে গিয়েছিল। এই কারণেই বেগ পেতে হচ্ছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সব সময় খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন বলে জানান ডা. জাহিদ।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়েছে কিনা জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ‘উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। তাঁর অবস্থা স্থিতিশীল আছে, এটা বলতে পারি।’

Post Comment

YOU MAY HAVE MISSED