খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি ।।
ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পশ্চিম বাদুরতলা জামে মসজিদের দক্ষিণ পাশে গুরাভাঙ্গা খালে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টার দিকে স্থানীয়রা গুরাভাঙ্গা খালের ব্রিজের নিচে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে তারা বিষয়টি রাজাপুর থানা পুলিশকে অবহিত করেন।খবর পেয়ে রাজাপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত না হওয়ায় লাশটি সিআইডির মাধ্যমে বরিশালে প্রেরণ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
Post Comment