Loading Now

খুলে দেয়া হলো শেবাচিমের তিনটি ক্লাব

 

নিজস্ব প্রতিবেদক ॥

টানা ৮দিন পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী, মেডিসিন ক্লাব ও যুব রেড ক্রিসেন্ট ক্লাব এর কার্যক্রম শুরু করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর সংগঠনগুলোর তালা খুলে দেন।

এসময় তিনি রোগীদের জন্য অনুষ্ঠানিকভাবে রক্তের ব্যাগও বিতরণ করেন। উপস্থিত ছিলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. রেজওয়ান রেজা, মিড লেভেল ডক্টরস এসোসিয়েশন এর সভাপতি ডা. বদরুদ্দোজ,মোঃ জোবায়েদ সৈকত, ডা. মোঃ ফয়সাল আহমেদ, ডা. ইশতিয়াক আজমেদ রিফাত।

উল্লেখ্য ক্লাবের পরিচালনা নিয়ে গত ৮ দিন পূর্বে দুই গ্রুপের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে হাসপাতাল পরিচালক সন্ধানী, মেডিসিন ক্লাব ও রেড ক্রিসেন্ট’র করিডোরের দুটি গেট বন্ধ করে দেন। গত কয়েক দিনে পরিস্থিতি শান্ত হলে উভয় পক্ষের সম্মতিতে বুধবার ক্লাবগুলো খুলে দেওয়া হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED