খ্রিষ্টান ফোরামের যুগ্ম মহাসচিব নির্বাচিত হলেন এলবার্ট রিপন
নিজস্ব প্রতিবেদক ।।
বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের ২য় জাতীয় কাউন্সিলে এলবার্ট রিপন বল্লভকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) ঢাকার ৪ নিউ ইস্কাটন রোডে অনুষ্ঠিত এ কাউন্সিলে ৯১ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।
কাউন্সিলের সভাপতিত্ব করেন ফোরামের প্রেসিডেন্ট এডভোকেট জন গোমেজ (John Gomes) এবং পরিচালনা করেন মহাসচিব আনিল লিও কস্তা (Anil Leo Costa)।
নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় এলবার্ট রিপন বল্লভ বলেন, “আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করায় প্রেসিডেন্ট এডভোকেট জন গোমেজ ও মহাসচিব আনিল লিও কস্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের ঐক্য, মানবাধিকার রক্ষা ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাব।”
উল্লেখ্য, এলবার্ট রিপন বল্লভ বর্তমানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল মহানগর এর আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই অর্জনে বরিশালের সামাজিক, ধর্মীয় ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।



Post Comment