গণমাধ্যমকে তথ্য না দিতে কর্মকর্তা-কর্মচারীদের নোটিশ বিসিসির
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) সংশ্লিষ্ট কোনো বিষয়ে গণমাধ্যম, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তথ্য না দিতে নোটিশ জারি করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী সই করা এক নোটিশে এ আদেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়, বিসিসির প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাদে কোনো কর্মকর্তা-কর্মচারী সিটি করপোরেশনের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয়ে গণমাধ্যম/ব্যক্তি/প্রতিষ্ঠানকে তথ্য প্রদান করলে প্রচলিত চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার এমন আদেশ জারির পর থেকে বরিশালে কর্মরত গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে কোনো বিষয়ে করপোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়। সেক্ষেত্রে বারবার প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফোন দেওয়া যায় না। বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনা করা দরকার।
এ বিষয়ে বরিশালের সিনিয়র সাংবাদিক এনটিভি ও যুগান্তরের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহিন বলেন সাধারণ মানুষকে তথ্য দেয়া এটা যে কোন প্রতিষ্ঠানের দায়িত্ব। কিন্তু তথ্য দেয়ার বিষয় সে প্রতিষ্ঠান তখনই লুকায় যখন তাদের মাঝে কোন ত্রুটি থাকে। এই ত্রুটির কারণে এবং নিজেদের দোষ ঢাকতে তথ্য দেয়ার ক্ষেত্রে তারা লুকোছাপা করে। চিঠিতে কার কাছে তথ্য পাবো সেটাও আমাদের সঠিক ভাবে ক্লিয়ার করা হয় নি।সুতরাং গণমাধ্যমকে এড়াতে এবং নিজেদের অপকর্ম হালাল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমি মনে করি।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি।
তবে তার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, সিটি করপোরেশনের একটি গ্রুপের বুদ্ধিতে এমন হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই গ্রুপটি বিসিসির সাবেক ২ মেয়রের ঘনিষ্ঠ ছিল।
Post Comment