Loading Now

গভীর সমুদ্রে ট্রলারের খোন্দলে পড়ে জেলের মৃত্যু

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারের ভেতরে দুর্ঘটনায় এক জেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত জেলেকে নিয়ে ট্রলারের মাঝি ও অন্য জেলেরা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোঃ ছিদ্দিক ভান্ডারি (৫০) পাথরঘাটা উপজেলার ৭নং ওয়ার্ডের হাড়িটানা এলাকার বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর সকাল ৮টায় ‘এফবি মা’ নামের একটি ফিশিং ট্রলার ১৭ জন জেলেকে নিয়ে পাথরঘাটা থেকে সমুদ্রে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাল টানতে গিয়ে অসতর্কতাবশত ছিদ্দিক ভান্ডারি ট্রলারের ভেতরে পড়ে যান। এতে তার মাথা, বুক ও হাতে গুরুতর আঘাত লাগে। কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

ট্রলার মাঝি মোঃ জামাল জানান, সাগরে জাল ফেলার সময় ছিদ্দিক ভান্ডারি সিটকে ট্রলারের খোন্দলে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরবর্তী সময়ে তিনি ট্রলারের ভেতরেই মারা যান। পরে আমরা তাকে নিয়ে তীরে ফিরে এসেছি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED