Loading Now

গরু চোর চক্রের গাড়ির ধাক্কায় যুবক নিহত, আহত ২

উজিরপুর প্রতিনিধি ।।

বরিশালের উজিরপুরে গরু চোর চক্রের গাড়ির ধাক্কায় সাগর মোল্লা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে নতুন শিকারপুর এলাকার বেপারী বাড়ির সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত সাগর মোল্লা উজিরপুরের সাকরাল গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সাকরাল গ্রামের আনিছ হাওলাদারের একটি গরু ও বাছুর চুরি করে অজ্ঞাত চোরেরা ট্রাকযোগে পালানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা হাইওয়ে সড়কে চোরদের গতিরোধ করে। এ সময় ট্রাকচালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে সাগর মোল্লা ঘটনাস্থলেই নিহত হন এবং নাঈম হাওলাদার ও কাউসার হাওলাদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’

 

Post Comment

YOU MAY HAVE MISSED