Loading Now

‘গর্ভবতী’ পরীমণির লুক এলো সামনে

 

বিনোদন ডেক্স ।।

গত কয়েক দিন ধরেই নানা ইস্যুতে আলোচনায় পরীমণি। তবে আলোচনায় তিনি এবারই প্রথম এমন নয়। নানা কারণেই আলোচনায় থাকেন এই নায়িকা। কলকাতার পূজামণ্ডপে তার নতুন ছবি ফেলুবক্সীর প্রচারণা চলেছে।

সেটা নিয়ে সংবাদমাধ্যম ছিল সরব। তার রেশ কাটতে না কাটতেই এলো নতুন সিরিজ মুক্তির ঘোষণা। সঙ্গে এলো নতুন এক পরীমণির ছবি। সেখানে দেখা যাচ্ছে গর্ভবতী পরীমণিকে।

জানা গেছে, ছবিটি নতুন সিরিজ রঙিলা কিতাব-এর। অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর। আজ বিকেলে হইচই-এর সোশ্যাল মিডিয়ায় অফিশিয়াল পোস্টার পোস্ট করার মধ্য দিয়ে জানানো হয় সিরিজটির মুক্তির তারিখ।
সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান।

পোস্টারটিতেও দেখা মিলেছে এই দুজনের। নায়কের এক হাতে বন্দুক আর এক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেই সঙ্গে নায়িকারও চোখেমুখে ভয় ও গুটিশুটি মেরে নায়কের বুকে যেন খুঁজছেন আশ্রয়। রঙিলা কিতাব-এর অফিশিয়াল পোস্টারটি ভালোবাসা, রহস্য ও উত্তেজনায় ভরপুর। কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাস ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।

 

সিরিজটি নিয়ে পরী বলেন, ‘প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সব সময় স্পেশাল। সেই রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এটি সম্ভব হয়েছে হইচই-এর কারণে। শুটের শুরুর দিন থেকেই আমি বেশ এক্সাইটেড ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সব সদস্যের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার সময়।’

অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরান বলেন, ‘রঙিলা কিতাব-এর জন্য আমরা সবাই নিজ নিজ স্থান থেকে আমাদের সবটুকু দিয়ে কাজ করেছি। এখন কাজটি মুক্তির অপেক্ষায় রয়েছি আমরা।‘

Post Comment

YOU MAY HAVE MISSED