Loading Now

গাঁজা সেবনের অপরাধে বৃদ্ধকে কারাদণ্ড

 

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠি নলছিটিতে গাঁজা সেবনের অভিযোগে মহিউদ্দিন আহমেদ মুকুল (৬৫) নামে এক বৃদ্ধকে তিন মাসের সাজা দেওয়া হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মগর ইউনিয়নের কাঠিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সমাপ্তি রায়।

 

সাজাপ্রাপ্ত মাদকসেবী হলেন ওই এলাকার মৃত জেন্নাত আলীর ছেলে। সহকারী কমিশনার সমাপ্তি রায় বলেন, গাঁজা সেবনের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একইসঙ্গে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED