Loading Now

গাঁজা সেবনের দায়ে যুবককে সাত দিনের কারাদণ্ড

 

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম (হৃদয়) হাওলাদার জানান, শনিবার সকাল ১০টায় গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনার সময় মো. রাসেল উকিলকে (২৮) গাঁজা সেবনরত অবস্থায় দশ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

 

পরবর্তীতে গৌরনদী উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) আদালতে আনা হলে মো. রাজীব হোসেন আসামি মো. রাসেল উকিলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সে ওই গ্রামের মো. ফারুক উকিল ছেলে।প

Post Comment

YOU MAY HAVE MISSED