Loading Now

গাজার দিকে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার আরও ১১ জাহাজ

অনলাইন ডেক্স ।।

ত্রাণবাহী আরও ১১টি জাহাজ গাজা উপত্যকার দিকে যাত্রা করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এফএফসি জানায়, ইসরায়েলি অবরোধ ভাঙতে গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো থেকে যাত্রা করে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দু’টি নৌযান এবং ৩০ সেপ্টেম্বর ‘কনসায়েন্স’ নামে একটি জাহাজ তাদের সঙ্গে যোগ দেয়। পরে ‘থাউজন্ড ম্যাডলিনস টু গাজা’ নামে আরও ৮টি জাহাজের একটি বহর রওনা দেয়। শিগগিরই সেগুলো অগ্রবর্তী জাহাজগুলোর কাছাকাছি পৌঁছাবে এবং একটি ঐক্যবদ্ধ ফ্লোটিলা হিসেবে গাজার দিকে এগিয়ে যাবে।

উল্লেখ্য, ‘কনসায়েন্স’ নামে জাহাজটিতেই বাংলাদেশি আলোকচিত্রী, শিক্ষক ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমও যাত্রা করছেন।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই ফ্লোটিলার ১১টি জাহাজে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও ক্রু আছেন।

প্রসঙ্গত, ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লেবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা— এই চার সংগঠনের জোট এফএফসি। ২০০৮ সালে গঠিত হয় এই জোট। তারপর থেকে বেশ কয়েক বার গাজায় ত্রাণ পাঠিয়েছে সংগঠনটি। সর্বশেষ গত আগস্ট মাসে গাজায় খাদ্য, ওষুধবাহী ৪৩টি নৌযান পাঠানোর ঘোষণা দেয় এফএফসি জোট এবং এই মিশনের নাম দেওয়া হয় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’।

 

গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। জাহাজগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে আছেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক বর্ণবাদবিরোধী নেতা ও প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা এবং তুরস্ক, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, বেলজিয়ামের ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকসহ ৪৪টি দেশের প্রায় ৫০০ জন নাগরিক।

কিন্তু বৃহস্পতিবার গাজার জলসীমায় কাছাকাছি যাওয়ার পরপরই একটি ব্যতীত সবগুলো নৌযান আটক করে ইসরায়েলের নৌবাহিনী। নৌযান, ক্রু এবং আরোহীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেতে তাদের ইউরোপে পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে শুক্রবার সকালে সুমুদ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সর্বশেষ জাহাজটিও আটক করে ইসরায়েলি বাহিনী। পোল্যান্ডের পতাকাবাহী ‘ম্যারিনেট’ নামের ওই জাহাজটিতে ছয়জন ক্রু রয়েছেন বলে জানা গেছে।

সূত্র: আনাদোলু, আলজাজিরা

Post Comment

YOU MAY HAVE MISSED