Loading Now

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

অনলাইন ডেক্স ।।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ঘটা এই আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকার একটি ঝুটের গুদাম থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের আরও বেশ কয়েকটি গুদামকে গ্রাস করে। স্থানীয়রা শুরুতে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বাড়তে থাকায় তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা বিবেচনায় পরবর্তীতে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও ৪টি ইউনিট অগ্নিনির্বাপণে যুক্ত হয়। বর্তমানে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।

ঘটনাস্থল থেকে কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘আগুনের তীব্রতা অনেক বেশি। পাশাপাশি অনেকগুলো গুদাম থাকায় আগুন দ্রুত এক গুদাম থেকে অন্য গুদামে ছড়িয়ে পড়ছে। আমাদের ৬টি ইউনিট বর্তমানে কাজ করছে, আরও দুটি ইউনিট পথে রয়েছে।’

তিনি আরও জানান, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিনির্বাপণ কাজ শেষ হওয়ার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

Post Comment

YOU MAY HAVE MISSED