Loading Now

গুড়িয়ে দেয়া সহ জরিমানা করা হয়েছে অবৈধ দুই ভাটায়

 

নিজস্ব প্রতিবেদক ॥

পরিবেশের জন্য মারাত্বক ক্ষতিকর অবৈধভাবে পরিচালিত সদর উপজেলার দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রসাশন ও পরিবেশ অধিদপ্তর। সম্মিলিত এই অভিযানে একটি ইটভাটা পুরোপুরি ধ্বংস করা, ড্রাম চিমনি অপসারন করা এবং অপর ভাটার কাঁচা ইট ধ্বংস করা সহ আর্থিক জরিমানা করা হয়। সোমবার দিনভর এই অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান। আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাইফুদ্দিন আহমেদ। প্রথম অভিযানে চাঁদপুরা ইউনিয়নের হিজলতলা নামক স্থানের দোলা ব্রিকস ফিল্ডের ২ টি ড্রাম চিমনি অপসারন করা হয় ও ফায়ার সার্ভিসের মেশিন দিয়ে ব্রিকস ফিল্ড ধ্বংস করা হয়। ২য় অভিযানে চরকাউয়া ইউনিয়নের চরকরঞ্জি ঘোপের হাট নামক স্থানে আর এইচ বি ব্রিকস ফিল্ডের মালিককে অবৈধভাবে ভাটা পরিচালনা করায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে টিনের চিমনি অপশারন করা হয় ও ফায়ার সার্ভিসের মেশিন দিয়ে চুলা নিভিয়ে দেয়া সহ কাঁচা ইট ধ্বংস করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান জানান, পরিবেশের জন্য মারাত্বক ক্ষতিকর এই ভাটাগুলো অবৈধভাবে ব্যবসা করে আসছে দীর্ঘদিন থেকে। এদের পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই।

তাই এই দুই ভাটায় অভিযান পরিচালিত হয়েছে। বরিশালের সুযোগ্য জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের দিক নির্দেশনায় অবৈধ ও পরিবেশের জন্য ক্ষতিকর ইট ভাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায় “বরিশাল সদর উপজেলার ৪ অবৈধ ইটভাটায় দেদারছে পুড়ছে কাঠ” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। যে সংবাদে দোলা ব্রিকস, রানীর হাটের মোল্লা ব্রিকস, চরকরঞ্জি ঘোপের হাটের আর এইচ বি ব্রিকস এবং কর্নকাঠী ভূইয়া বাড়ি এলাকার ফাইভ স্টার ব্রিকস এর কাট পোড়ানোর সচিত্র প্রমান তুলে ধরা হয়। যার প্রেক্ষিতে গতকাল দুটি ইটভাটায় অভিযান পরিচালিত হয়। তবে অপর দুই ইট ভাটা সমান অপরাধমূলক কাজ করে আসছে তাই তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানিয়েছে সদর উপজেলার সাধারন জনগন।

Post Comment

YOU MAY HAVE MISSED