Loading Now

গুলিতে কিশোর নিহতের ঘটনায় র‌্যাবের বিরুদ্ধে মানববন্ধন

আগৈলঝাড়া প্রতিনিধি ।।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার কলেজ পড়ুয়া শিক্ষার্থী সিয়াম মোল্লাকে বিচার বহির্ভূত হত্যা ও রাকিব মোল্লাকে গুলিবিদ্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২৩ এপ্রিল) উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে এ মানববন্ধন হয়। এরপর স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল করে।

র‌্যাবের গুলিতে হতাহতরা কেউই মাদক কারবারে জড়িত নয় বলে জানিয়েছে স্বজনরা। তাদের মাদক কারবারি সাজিয়ে হত্যা ও গুলিবিদ্ধ করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে বক্তারা।

তবে আগৈলঝাড়া থানার ওসি ওয়ালিউল ইসলাম জানিয়েছে, গত সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ওই গ্রামে র‌্যাব-৮ এর একটি সাদা পোশাকধারী দল মাদক বিরোধী অভিযানে যায়। তখন র‌্যাবের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় দুই যুবকসহ বেশ কয়েকজন মাদককারবারি। এর একপর্যায়ে হামলা চালিয়ে দুই র‌্যাব সদস্যকে আহত করলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়।

এ সময় বক্তব্য দেন, সিয়ামের চাচাতো বোন মীম আক্তার, ভাবি নিসাত আক্তার, মামি আসমা বেগম, শিক্ষার্থী নিহারিকা মণ্ডল, তামিম গাজী, আলী হোসেন, শাহাদাৎ হাওলাদার, সাহেবেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমনা আক্তার, রবিউল হোসেন, তনু আক্তার, অমিত দাস, রাবেয়া আক্তার, নুসরাত জাহান প্রমুখ।

এ সময় র‌্যাবের গুলিতে নিহত সিয়াম মোল্লার মা জোসনা বেগম বলেন, আমার ছেলে কারফা আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। কোনো মাদকের সঙ্গে জড়িত না থাকার পরও র‌্যাব তাকে গুলি করে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। গত সোমবার র‌্যাব সদস্যরা রুবেল মোল্লা ও সৈকত মণ্ডল নামে দু’জনকে আটক করে। তখন আটক ব্যক্তিরা ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার দিলে আমার ছেলে সেখানে যায়। এরপর র‌্যাব সিয়ামকে গুলি করে হত্যা এবং আমার আত্মীয় চলতি এসএসসি পরীক্ষার্থী রাকিব মোল্লাকে আহত করে।

আগৈলঝাড়া থানার ওসি ওয়ালিউল ইসলাম আরও বলেন, এ ঘটনায় গত মঙ্গলবার র‌্যাব-৮ এর ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাঁধা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছে। ওই দুই মামলায় ২ জন পলাতক ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED