Loading Now

গৃহকর্মীদের অধিকার নিশ্চিত বিষয় এডভোকেসি সভা

নিজস্ব প্রতিবেদক ।।

গৃহকর্মী,নিয়োগকর্তাসহ অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬মার্চ) দুপুরে বরিশাল নগরীর কে ডি সি ১০নং ওয়ার্ড এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মোসা: বিউটি সুলতানা, এস আই রুমা পারভীন, সমাজ কর্মী রেশমা বেগম, রুনু বেগম,সাংবাদিক সুমাইয়া জিসান,বালুর মাঠের ইমাম সহ বিভিন্ন পেশা ও শ্রেনীর নেতৃবৃন্দ। এছারাও উপস্থিত ছিলেন EWCSA এ প্রকল্পের কর্মকর্তা বৃন্দ।

সভায় বক্তারা বলেন আমাদের পরিবারের সব কাজ দায়িত্ব নিয়ে সততার সঙ্গে করে যে গৃহপরিচারিকা, আত্মীয়তার সম্পর্ক না থাকলেও সে আমাদের পরিবারের সদস্য। তার প্রতি আমাদের দায়িত্ব রয়েছে।

তবে তাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে তারা যেমন জানেন না, তেমনি আমরাও এ বিষয়গুলো অনেক ক্ষেত্রে অবহেলা করি।
আমাদের গৃহকর্মীর প্রতি আচরন কেমন হবে এবং তার অধিকার সম্পর্কে ‌‍গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা—২০১০ এর খসরা:

বাংলাদেশে অসংখ্য মানুষ গৃহকর্মী হিসেবে বাসাবাড়ির কাজে নিয়োজিত রয়েছে যাদের সিংহভাগই হচ্ছে কিশোর-কিশোরী ও শিশু।

নিবন্ধন না থাকায় তাদের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় শিশু শ্রম জরিপ ২০১০ সালের তথ্য অনুযায়ী ৮০ ভাগ মেয়ে শিশু রয়েছে। যাদের বয়স (৫-১৭ বছর) প্রাপ্ত বয়স্কদের সংখ্যা সঠিক ভাবে জানা যায়নি।

তবে সাধারণ ধারণা মতে দেশে বর্তমানে প্রায় ৩০ লাখেরও বেশি শ্রমিক গৃহকর্মে নিয়োজিত আছে। গৃহকর্মের সঙ্গে যুক্তদের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পেলেও তাদের মজুরি নির্ধারণ ও অন্যান্য অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ এবং আইনী কোন ব্যবস্থা বিদ্যমান নেই। ফলে বিপুল সংখ্যক এ শ্রম জনগোষ্ঠীর শ্রমিক হিসেবে কোন স্বীকৃতি নেই। এদের স্বীকৃতির জন্য বরিশালে কাজ করছে আভাস। প্রতি সপ্তাহে করা হচ্ছে এডভোকেট সভা। যার মাধ্যমে গৃহকর্মী সুরক্ষা নীতিমালা আইন সম্পর্কে প্রচার করা হচ্ছে।

এছাড়াও গৃহকর্মী সুরক্ষা নীতিমালার গুরুত্ব ও উভয়পক্ষের সুবিধা সম্পর্কে বিস্তারিত আলাপ করা হয়৷ এতে চুক্তিপত্র ও প্রশিক্ষন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ উঠে আসে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED