Loading Now

গৃহকর্মীদের অধিকার সুরক্ষা ও কল্যাননীতি অ্যাওয়ারনেস সেশন

 

নিজস্ব প্রতিবেদক ।।

আভাস এর আয়োজনে অক্সফাম ও ইউরোপিয় ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় EWCSA প্রকল্পের আওতায় বরিশাল সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডে কেডিসি কলোনীতে গৃহকর্মীদের অধিকার সুরক্ষা ও কল্যাননীতি ২০২৫ নিয়ে অ্যাওয়ারনেস সেশন অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টায় অনুষ্ঠিত সভায় ৫০ জন গৃহকর্মী অংশগ্রহন করেছেন। সভয় গৃহকর্মীদের অধিকার বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও তাদের সার্বিক বিষয় যেমন নিয়োগ পত্র, ছুটি, মাতৃত্বকালীন ১৬ সপ্তাহের ছুটি, মজুরি, মাসের ৭ তারিখের মধ্যে বেতন, উৎসব ভাতা, মানুষ হিসেবে মূল্যায়ন করা, অসুস্থ হলে চিকিৎসা করা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। আভাস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা সুলতানা রাজিয়া ও বিথী দাস।

Post Comment

YOU MAY HAVE MISSED