Loading Now

গৃহকর্মীদের নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষন ও এসোসিয়েশন গঠন

নিজস্ব প্রতিবেদক ।।

EWCSA প্রকল্পের আওতায় নেতৃত্ব বিকাশ বিষয়ক ও এসোসিয়েশন গঠন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকাল ১০ টায় আভাসের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিজা আক্তার অন্তরা, প্রোগ্রাম অফিসার, ইডব্লিউসিএসএ প্রকল্প, আভাস, পপুলার ডায়াগস্টিক সেন্টারের ব্রাঞ্চ ম্যানেজার মো: মোশারেফ হোসেন। প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান।

অক্সফাম ও ইউরোপিয় ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় এবং আভাসের বাস্তবায়নে বরিশাল সিটি কর্পোরেশনের ৬টি ওয়ার্ডে গৃহকর্মী সুরক্ষায় নারী নেতৃত্ব বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়ছে। তার পরিপেক্ষিতে আজ এই প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। এসময় তিনি বলেন, এসোসিয়েশন গঠনের জন্য ৫০ জন গৃহকর্মীকে নিয়ম অনুসারে বাছাই করা হয়, এবং এই প্রকল্পের মাধ্যমে গৃহকর্মীদের শ্রম কে শ্রম আইনে যুক্ত করার ব্যাপারে জোর প্রদান করেন। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অক্সফামের প্রতিনিধি খাদিজা আক্তার অন্তরা। এসময় পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং আভাসের সাথে স্বাস্থ্য বিষয়ক চুক্তি সাক্ষরিত হয়, যেখানে আভাসের EWCSA প্রকল্পের মাধ্যমে রেফারেল স্লিপ সংগ্রহ করে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যেকোনো স্বাস্থ্য পরীক্ষায় ১০-৫০% ডিস্কাউন্ট গ্রহন করতে পারবে । অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইকবাল হাসান বলেন, গৃহকর্মী সুরক্ষা নীতিমালায় সরকারের যে দায়িত্ব আছে তা বাস্তবায়নে তিনি কাজ করবেন।

তিনি ইতিমধ্যে মহিলা অধিদপ্তরকে উপজেলা ভিত্তিক কমিটি করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও সরকারী সুযোগসুবিধা পাইয়ে দেবার ক্ষেত্রে তিনি, তার জায়গা থেকে সহযোগিতা করবেন। দল পরিচালনা, এসোসিয়েশন গঠন, নেতৃত্বের গুনাবলি সহ বিভিন্ন মৌলিক বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের দলগত কাজ দেয়া হয়। সেখানে তারা এসোসিয়েশনের উদ্দেশ্য ও পরবর্তি পদক্ষেপ নিয়ে আলোচনা করে এবং বলে তারা এই বিষয়ে তাদের এলাকায় গিয়ে আলোচনা করবে এবং কাজ শুরু করবে। এছাড়াও প্রশিক্ষনের শিখন ও ফলাফল সংক্রান্ত বিষয়ে তারা মতামত প্রদান করেন। আভাসের মাধ্যমে গৃহকর্মীদের নিয়ে গঠিত এই এসোসিয়েশন গৃহকর্মী সুরক্ষা ও কল্যান নীতি বাস্তবায়ন, আই এল ও কনভেনশন ১৮৯ এর প্রয়োগ এবং গৃহকর্মীদের শ্রম আইনে অন্তভুক্ত করার লক্ষ্যে কাজ করবে।

Post Comment

YOU MAY HAVE MISSED