Loading Now

গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, ‘বিশেষ অভিযান’ চলছে

অনলাইন ডেক্স ।।

গোপালগঞ্জে বুধবার রাত ৮টা থেকে কারফিউ চলছে যা আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত আছে।

তবে পরিবেশ কিছুটা থমথমে।
গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, তবে থমথমে।

কারফিউ বলবৎ আছে। বুধবার সন্ধ্যা থেকেই গোপালগঞ্জে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

সেনাবাহিনীর অধীনে এটি পরিচালনা করছে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, এমনটি জানান ওই কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, গতকালের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কারফিউর মধ্যেও বৃহস্পতিবার সকালে শহরে যান চলাচল কিছুটা স্বাভাবিক দেখা গেছে। দোকানপাট অধিকাংশই বন্ধ থাকলেও লোকজন সীমিত পরিসরে চলাফেরা করছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, বুধবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত অন্তত ১৪ জনকে আটক করা হয়েছে।

সকাল থেকে এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা মিছিলের খবর পায়নি পুলিশ।
বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে হামলার ঘটনা ঘটে। মঞ্চ ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুনসহ নানা ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে গোপালগঞ্জ।

Post Comment

YOU MAY HAVE MISSED