Loading Now

গৌনদীতে মাদক ব্যবসায়ী সোহেলের কারাদণ্ড

 

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের জব্বার সরদারের ছেলে মাদক বিক্রেতা সোহেল সরদার ওরফে বাবুকে (৩৬) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় বলেন, বুধবার সকাল নয়টার দিকে মাদক বিক্রেতা সোহেল সরদার ওরফে বাবুর বাসায় মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সোহেলকে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত সোহেলকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেনের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়। পরবর্তীতে বিচারক মাদক বিক্রেতা বাবুকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। ওইদিন বিকেলে দন্ডপ্রাপ্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED