Loading Now

গৌরনদীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

 

গৌরনদী প্রতিনিধি ।।

পিকআপের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে মাদক পরিবহনের সময় বরিশালের গৌরনদী থেকে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ইল্লা এলাকার নির্মাণাধীন মা হাইওয়ে হোটেলের সামনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম শাহ আলম ওরফে আলমগীর (৪০)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের শহিদের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে গৌরনদী উপজেলার ইল্লা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে গোয়েন্দা পুলিশের সদস্যরা বিশেষ অভিযান চালায়। এ সময় মাদক কারবারিকে তার পিকআপের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) সুদেব বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত পিকআপসহ সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED