Loading Now

গৌরনদীতে চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি

 

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদীতে চোর সন্দেহে ৩ ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের।

স্থানীয়রা ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বাজারের জামাল খানের আড়ত থেকে কয়েক বস্তা পেঁয়াজ গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন তিন ব্যক্তি। এসময় বাজারের কাঁচামাল আড়তের শ্রমিকরা ওই তিনজনকে আটক করে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়।

পরে বুধবার (২৭ নভেম্বর) সকালে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবর রহমান জানান, আটকদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED