Loading Now

গৌরনদীতে ছোট ভাইয়ের স্ত্রীর হামলায় ভাসুর নিহত

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর হামলায় দেলোয়ার হোসেন ফকির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে এ ঘটনা।

নিহত দেলোয়ার হোসেন ফকির (৬৫) সিংগা গ্রামের মৃত সোহরাফ হোসেন ফকিরের ছেলে।

নিহতের ছেলে ফরসাল ফকির বলেন, জমি নিয়ে বিরোধের জেরে আমার ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের সঙ্গে আমার বাবা দেলোয়ার হোসেনের বাকবিতণ্ডা হয়। এ সময় কাকি (জাহাঙ্গীরের স্ত্রী) সাথী বেগমের হামলায় ঘটনাস্থলেই বাবা দেলোয়ার ফকির নিহত হয়েছেন।

হামলার অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর হোসেন ফকির বলেন, বাগবিতণ্ডার একপর্যায়ে অসুস্থ হয়ে দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেছেন।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, দেলোয়ার হোসেন ফকিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে মরদেহ মর্গে পাঠানো হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED