Loading Now

গৌরনদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদীতে ট্রাক চাপায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামের এক মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকার এ দুর্ঘটনায় আরও তার দুই বন্ধু আহত হয়েছেন।

নিহত শাহারিয়া আজাদ তালহা বার্থী ইউনিয়নের পশ্চিম বার্থী গ্রামের বাসিন্দা আজাদ বেপারীর ছেলে এবং সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

আহতরা হলেন- বার্থী গ্রামের নুর আলম গোমস্তার ছেলে হিমেল গোমস্তা এবং একই গ্রামের সোহেল মালের ছেলে শাহীন মাল। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, তালহা ও তার দুই বন্ধু মোটরসাইকেলে করে বার্থী বাজারে যাওয়ার পথে একটি ট্রাক তাদের চাপা দিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তালহা নিহত হয়।’

গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান বলেন, আহতদের প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’

Post Comment

YOU MAY HAVE MISSED