Loading Now

গৌরনদীতে নিজের পাতা ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদীতে ক্ষেতের ফসল রক্ষার জন্য নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে অসাবধানতাবশত জড়িয়ে হালিম হাওলাদার (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মাগুরা-মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হালিম ওই এলাকার মৃত হাসেম হাওলাদারের ছেলে।

 

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ক্ষেত্রের ফসল রক্ষার জন্য হালিম তার নিজের ক্ষেতে বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারার জন্য ফাঁদ পেতে রাখেন। শুক্রবার দুপুরে ফাঁদের বিদ্যুৎ সংযোগ বন্ধ না করে ক্ষেতে গিয়ে অসাবধানতাবশত তারে জড়িয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল।

Post Comment

YOU MAY HAVE MISSED