Loading Now

গৌরনদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৪

গৌরনদী প্রতিনিধি ।।

বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন আহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি দ্রুতগতির বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের চার যাত্রী আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ জানান, দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার দ্রুত তদন্ত করে বাস চালককে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, ‘আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Post Comment

YOU MAY HAVE MISSED