ঘন কুয়াশায় লঞ্চ চলাচলে বিঘ্ন
নিজস্ব প্রতিবেদক ।।
ঘনকুয়াশায় নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আজ রোববার ভোরে ঢাকা-ভোলা রুটের দুটি যাত্রীবাহী লঞ্চ চড়ে আটকে যায়। ঢাকা-নাজিরপুর-লালমোহন রুটে এ ঘটনা ঘটে। তাতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ওই লঞ্চের যাত্রী মেহেরুন রুমা বলেন, শেষ রাতে লঞ্চ নদী ছেড়ে চরে উঠে পড়ে। তিন ঘণ্টায়ও নামানো যায়নি। পরে ভোলা থেকে আরেকটি লঞ্চ এসে টেনে নামায়। একই দিন এমভি কর্ণফুলী-১০ শ্রীপুরে আটকে যায়। পরে অন্য লঞ্চের মাধ্যমে এ লঞ্চটিও নামানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর ভোলার বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন বলেন, এমভি কর্ণফুলী-১০ চড়ে আটকে পড়ার খবর পেয়েছেন। এমভি মানিক-১০ যে আটকা পড়েছে, তা খোঁজ নিয়ে দেখবেন। তাঁর দাবি, হঠাৎ পানি কমে যাওয়ায় এমনটা ঘটছে।
Post Comment