Loading Now

ঘাটে পড়ে ছিল জুতা, পুকুরে ভাসছিল ওয়াসিফার মরদেহ

ভোলা প্রতিনিধি ।।

ভোলায় নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর পুকুর থকে ওয়াসিফা তালুকদার নামের আট বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভোলা শহরের ওয়েস্টার্নপাড়া রিজার্ভ পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওয়াসিফা নেত্রকোনা জেলার মৃত মো. সোহেল তালুকদারের মেয়ে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল থেকে নিখোঁজ থাকে ওয়াসিফা।

পুলিশ জানিয়েছে, শিশু ওয়াসিফার বাবা সোহেল এক সময় ভোলার বন বিভাগে চাকরি করতেন। সোহেল মারা যাওয়ার পর তার মা খাদিজা এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভোলায় বোনের সাথে ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার শিশু ওয়াসিফার নানা অসুস্থ থাকায় তাকে দেখার জন্য গ্রামের বাড়ি মাগুড়ায় যান মা খাদিজা। এ সময় তিনি মেয়ে ওয়াসিফা ও নবম শ্রেণি পড়ুয়া বোনের মেয়ে (ভাগ্নি) হাবিবাকে বাসায় রেখে যান। বিকেলের দিকে ওয়াসিফাকে বাসায় না দেখে বিষয়টি মোবাইলে খাদিজাকে জানায় হাবিবা।

পরে সন্ধ্যা পর্যন্ত ওয়াসিফা আর বাসায় ফেরেনি। শুক্রবার সকালে স্থানীয় লোকজন রিজার্ভ পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করলে মরদেহটি ওয়াসিফার বলে শনাক্ত করেন তার খালাতো বোন হাবিবা। মরদেহ উদ্ধারের সময় পুকুরের ঘাটলায় ওয়াসিফার জুতা পাওয়া গেছে।সংবাদপত্রের সাবস্ক্রিপশন

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচানাইন পারভেজ জানান, পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার বিষয় পুলিশ তদন্ত করছে।

Post Comment

YOU MAY HAVE MISSED