Loading Now

চমকের সঙ্গে সাদী, অপেক্ষা করতে বললেন অভিনেত্রী!

বিনোদন ডেক্স ।।

নতুন একটি ভিডিওতে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের সাথে দেখা গেল এ প্রজন্মের তরুণ সংগীতশিল্পী শেখ সাদীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাত্র ১২ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন চমক।

ভিডিওতে দেখা যায়, চমক ও সাদী দুজনেই সাদা রংয়ের পোশাক পরেছেন। তারা রোমান্টিক মুডে একে অন্যের দিকে তাকিয়ে রয়েছেন এবং নাচছেন।

ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে বলিউড সিনেমা ‘পরমসুন্দরী’র রোমান্টিক গান ‘ভিগি ভিগি শাড়িমে’।

এ ভিডিওর ক্যাপশনে চমক লেখেন,
আগুন না পানি! এখনো আবিষ্কার হয়নি। রুকাইয়া জাহান চমকের অসাধারণ পারফরমেন্সের জন্য অপেক্ষা করো।

চমক ক্যাপশনে আরও লেখেন,
রুকাইয়া জাহান চমকের অসাধারণ পারফরমেন্স; যা তুমি আগে কখনও তাকে করতে দেখোনি।

প্রসঙ্গত, অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের সাথে এবারই কোনো পারফরমেন্সে দেখো গেলো গায়ক শেখ সাদীকে। অসাধারণ সে পারফরম্যান্স তাই দেখার অপেক্ষায় ভক্তরা।

Post Comment

YOU MAY HAVE MISSED