Loading Now

চরফ্যাশনে বজ্রপাতে দুজনের মৃত্যু

 

ভোলা প্রতিনিধি ।।

ভোলার চরফ্যাশনে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড ও এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডে পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোশাররফ হোসেন লিটন ও চর-ফকিরা গ্রামের বাসিন্দা রফিজল মাঝির ছেলে শিহাব।

শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়।

এ সময় দলিল লেখক লিটন রাস্তা থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে আহত হন। গুরুতর আহত লিটনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে একই সময় চর-ফকিরা গ্রামের শিহাব স্থানীয় মাইনুদ্দিন ঘাটে নোঙর করা নৌকার কাছে ছিল। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে চরফ্যাশন হাসপাতালের চিকিৎসক জেরিন আক্তার শিহাবের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED