চলতি মাসেই শতভাগ বিদ্যালয়ে বই যাবে: গণশিক্ষা উপদেষ্টা
অনলাইন ডেক্স ।।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, দেশের ৮৫ ভাগ প্রাথমিক বিদ্যালয়ে বই ইতোমধ্যে দেওয়া হয়েছে। চলতি মাসেই শতভাগ স্কুলে বই পৌঁছে যাবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে ডিসি সম্মেলনের শেষ দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের এসব তথ্য জানান গণশিক্ষা উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জেলা প্রশাসকরা যুক্ত রয়েছেন। ডিসিরা প্রাথমিক শিক্ষার নানান সমস্যা চিহ্নিত করেছেন, যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ যেন সঠিকভাবে হয়, সে বিষয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বেসরকারি যেসব প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধন নেই, তার দ্রুত নিবন্ধনের উদ্যোগ নেওয়ার জন্যও ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।
এসময় প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের নিয়োগের আন্দোলনে বিষয় জানতে চাওয়া হলে উপদেষ্টা জানান, সুপারিশপ্রাপ্তদের প্রতি তার সহমর্মিতা আছে, তবে বিষয়টি আদালতে বিচারাধীন। তাই এই বিষয়ে মন্তব্য সম্ভব না।
Post Comment