Loading Now

চাঁদাবাজি বন্ধে যৌথভাবে কাজ করবে পুলিশ-কোস্টগার্ড : উপদেষ্টা সাখাওয়াত

 

ভোলা প্রতিনিধি ।।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘মানুষের দুর্ভোগ লাঘবে লঞ্চঘাটগুলোকে আধুনিকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাউকে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না। বিগত দিনে যা হয়েছে, এখন আর তা হতে দেওয়া হবে না। চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে’।

তিন দিনের সফরে শুক্রবার সকালে ভোলা পৌঁছান উপদেষ্টা। এ সময় দৌলতখান উপজেলার মেঘনার নদীর পাড়ের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট পরির্দশন করার সময় এসব কথা বলেন তিনি।

এই সফরে ৫ উপজেলার ৮টি লঞ্চঘাট ও ল্যান্ডিং স্টেশন পরিদর্শন করবেন উপদেষ্টা।

দুপুরে দৌলতখান লঞ্চঘাট পরিদর্শন শেষে তজুমদ্দিন উপজেলার বিআইডব্লিউটিপি-১ প্রকল্পের অধীন মেঘনা নদীর পাড়ের ল্যান্ডিং স্টেশন ও লঞ্চঘাট নির্মাণ কাজের পরিদর্শন করেন।

শনিবার দ্বিতীয় দিনে মনুপরা উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট ও ল্যান্ডিং স্টেশনের উদ্বোধন করবেন। পরে হাজিরহাট লঞ্চঘাট পরিদর্শন করবেন এবং ওই এলাকার সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন। পরে চরফ্যাশনের বেতুয়াঘাট পরিদর্শন ও কাজের উদ্বোধন করবেন।

তৃতীয় দিন রোববার ভোলার ইলিশা লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন করবেন। ওই ঘাটে বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিক বন্দর ঘাট নির্মাণ কাজ দ্রুত করার তাগিদ দিবেন। এছাড়া হিজলা ও মুলাদী অঞ্চলের দুটি ঘাট পরিদর্শন শেষে ওই দিন দুপুরে ভোলার ইলিশা ঘাট থেকে ফের শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হবেন।

Post Comment

YOU MAY HAVE MISSED