Loading Now

চাঁদার দাবিতে বৃদ্ধকে কুপিয়ে জখম, বিএনপি কর্মী সুফিয়ান আটক

ভোলা প্রতিনিধি ।।

ভোলার বোরহানউদ্দিনে বিএনপি কর্মী মো. সুফিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ সকালে বোরহানউদ্দিন থানা এলাকায় অবস্থান করছিলেন মো. সুফিয়ান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ‎পুলিশ বলছে, হত্যার উদ্দেশ্যে জখমের মামলায় সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় লোকজন ও বিএনপি দলীয় সূত্র বলছে, সুফিয়ান বিএনপির একজন সক্রিয় কর্মী। সুফিয়ান বিএনপির পরিচয়ে এলাকায় ব্যবসায়ীসহ বিভিন্নজনের কাছ থেকে চাঁদাবাজি করতেন।

মামলার বাদী মো. হুমায়ুন কবির বলেন, বোরহানউদ্দিন পৌর ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী সুফিয়ান ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তাঁর বাবা আলী আকবর ওরফে কাঞ্চন মিয়াজীর কাছে। দাবি কার ওই টাকা দিতে রাজি না হওয়ায় তাঁর বাবাকে কুপিয়ে জখম করেন সুফিয়ান। গুরুতর জখম অবস্থায় আহত তাঁর বাবাকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা জানান, অভিযুক্ত সুফিয়ানের বিরুদ্ধে গতকাল রাতে থানায় হত্যার উদ্দেশ্যে জখমের ঘটনায় মামলা করা হয়েছে। তাঁকে আজ সকালে থানার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতে পাঠানো হয়।

বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খাঁন বলেন, সুফিয়ান বিএনপির একজন সমর্থক। তাঁর কোনো পদ-পদবি নেই।

Post Comment

YOU MAY HAVE MISSED