গৌরনদীতে চাঁদা না পেয়ে মারধর, ছাত্রদলের ২ নেতাকর্মী গ্রেফতার
গৌরনদী প্রতিনিধি ।।
বরিশালের গৌরনদীতে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর স্ত্রীসহ ৩ নারীকে পিটিয়ে আহত করার ঘটনায় পৌর ছাত্রদলের ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতাররা হলেন- পৌরসভার লাখেরাজ কসবা এলাকার মিজান আকনের ছেলে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী আকন (৩৫), টরকীরচর এলাকার ইউসুফ আলী হাওলাদারের ছেলে পৌর ছাত্রদলের কর্মী শওকত হাওলাদার (৩৮)।
শুক্রবার রাতে গৌরনদী পৌরসভার টরকীরচর এলাকার বাসিন্দা ব্যবসায়ী আজিজুল হক হাওলাদারের স্ত্রী ছালমা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আজিজুল ঢাকায় ব্যবসা করেন। পৌরসভার টরকীরচর এলাকায় নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ তদারকি করতে আসেন তিনি। আসামিরা ২১ নভেম্বর তার বাড়িতে প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর আগেও মিষ্টি খাওয়ার কথা বলে ১০ হাজার টাকা চাঁদা নেন তারা। দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় শুক্রবার বেলা ১১টার দিকে আজিজুলের বাড়িতে হামলা চালান আসামিরা। এতে আহত হন আজিজুলের স্ত্রী ছালমা ও অন্য দুই নারী।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত ১টার দিকে গৌরনদী বন্দরস্থ বালুর মাঠে অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।



Post Comment