Loading Now

চাকরি গেল পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ৩ জনের , নেপথ্যে কী?

অনলাইন ডেক্স ।।

তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে (সহকারী কমিশনার) চাকরি থেকে অব্যাহতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

চাকরি হারানো তিন সরকারি কর্মকর্তা হলেন- কাজী আরিফুর রহমান, অনুপ কুমার বিশ্বাস ও নবমিতা সরকার। তারা যথাক্রমে ফরিদপুরে, বগুড়ায় ও পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত অবস্থায় বুনিয়াদি প্রশিক্ষণে ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই তিন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে বুধবার। অর্থাৎ প্রশিক্ষণ থেকে বিদায়ের দিনেই তাদের চাকরি থেকেও বিদায় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের এ শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সরকারি চাকরিকালীন সময়ে তাদের কাছে কোনো প্রকার আর্থিক পাওনা থাকলে ‘দ্যা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী তা আদায়যোগ্য হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) বলা হয়েছে, ‘শিক্ষানবীশ মেয়াদ চলাকালে কোনো শিক্ষানবীশের সংশ্লিষ্ট চাকরিতে বহাল থাকার অযোগ্য হিসেবে বিবেচিত হলে কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ ছাড়াই সরকার সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করতে পারবে।’

 

যদিও এই তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কেন চাকরিচ্যুত করা হয়েছে, তা খোলাসা করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। এমনকি তাদের কারণ দর্শানো কোনো নোটিশও দেওয়া হয়নি বলে অভিযোগ।

তথ্য সূত্র : ঢাকা মেইল,,,,,,

Post Comment

YOU MAY HAVE MISSED