চাকরি দেওয়ার কথা বলে বিদেশে পাচার, অতঃপর নির্যাতন
নিজস্ব প্রতিবেদক ॥
ভালো চাকরি দেওয়ার কথা বলে মেহেন্দিগঞ্জের জাহিদুল ইসলাম সিকদার কে বিদেশে আটক রেখে নির্যাতন করার অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআই কে তদন্তের নির্দেশ দেন। বরিশালের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ রোববার ওই নির্দেশ দেন। মেহেন্দিগঞ্জের কাদিরাবাদ গ্রামের মোহাম্মদ শাহজাহান শিকদার মামলায় উল্লেখ করেন-তার ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম সিকদারকে ইউরোপের উত্তর মেসিডোভিয়া নামক শহরে চাকরি দেওয়ার কথা বলে চরসোনাপুর কাজিরহাটের মোফাজ্জল হক চৌধুরীর ছেলে হুমায়ুন চৌধুরী বাদির কাছ থেকে ২০২৪ সালের ১২ ই জুলাই ১২ লক্ষ টাকা নেয়। এরপর বাদির ছেলেকে যেখানে পাঠানোর কথা ছিল সেখানে না পাঠিয়ে সৌদি আরবের ভিসা দেয়।
এ সময় বাদি আপত্তি জানালে কিছুদিনের মধ্যে সৌদি আরব থেকে যেখানে নেওয়ার কথা সেখানে পাঠিয়ে দেওয়ার কথা বলে। আসামি বাদির ছেলেকে বিদেশে নিয়ে একটি কক্ষে আটক রেখে নির্যাতন চালায়। বাদী তার ছেলেকে ফেরৎ চাইলে আসামিরা বাদির ছেলেকে হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে মামলা হলে বিচারক তা আমলে নিয়ে উপরোক্ত নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারে অজিবর রহমান।
Post Comment