Loading Now

চাকুরিতে আবেদনের বয়সসীমা ন্যুনতম ৩৫ করার দাবিতে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক ॥

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যুনতম ৩৫ করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে বিএম কলেজের সামনে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ৩৫ বছর প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, সমন্বয়ক মো. আরিফ ইসলাম, মো. মোশাররফ পাঠান, মো. হারুন, মো. রাসেল আল মাহমুদ, মো. মামুন রশিদ রতন, মো. রুমান কবির, মো. রাজিব হোসাইন, মো. বোরহান, সুমি আক্তার, রেজওয়ানা সুলতানা, আবু সাঈদ সাদ, মারুফ হোসেন প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ৩৫ বয়সসীমা আন্দোলনটি সময়ের সঙ্গে একটি যৌক্তিক আন্দোলন। কিন্তু বিগত সরকার এই আন্দোলনকে নিয়ে অনেক টালবাহানা করেছে। বিশ্বের প্রায় দেশগুলোতে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ থেকে শুরু করে ৫০ বছর পর্যন্ত রয়েছে। অনেক দেশে আবার যেকোন বয়সে আবেদন করা যায়, সেখানে কোনও বয়সসীমা নেই। একেবারেই উম্মুক্ত করা হয়েছে।

বক্তারা বলেন, ১৯৯১ সালে চাকরিতে প্রবেশের বয়সসীমা ২৭ থেকে ৩০ বছরে করা হয়েছিল। বর্তমান সময়ে দেশের মানুষের গড় আয়ু বাড়লেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়েনি। তাছাড়া বিভিন্ন দুর্যোগ ও ঘটনার কারণে আমরা সেশনজটে পড়েছি। কোভিড-১৯ এর পর আড়াই বছর কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তাই আমাদের চাকরির নিশ্চয়তা দিতে বয়সসীমা বৃদ্ধি সময়ের দাবি। অবিলম্বে দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

তারা আরও বলেন, সকল যৌক্তিকতার সহিত এবং লক্ষ লক্ষ মেধা রক্ষার জন্য চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যুনতম ৩৫ এবং আন্তর্জাতিক মানদ- অনুযায়ী শর্ত সাপেক্ষে বৃদ্ধি করা সময়ের দাবি। তাই আমরা মনে করি বর্তমান সরকার এই যৌক্তিক দাবিটিকে গুরুত্ব দিয়ে এবং কোন প্রকার গড়িমসি না করে আমাদের দাবিটি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করবে।

এসময় শিক্ষার্থীরা ১ম ও ২য় শ্রেণির চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর এবং ৩য় ও ৪র্থ শ্রেণিতে ৪০ বছর করার দাবি জানান।

Post Comment

YOU MAY HAVE MISSED