Loading Now

চোট সারাতে নিজের প্রস্রাব পান করেছেন পরেশ রাওয়াল, জানালেন অভিনেতা

অনলাইন ডেক্স ।।

চোট সারাতে নিজের মূত্র পান! এমনটাই করেছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন এ অভিনেতা।

রাজকুমার সন্তোষীর ঘটক চলচ্চিত্রের শুটিংয়ের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন পরেশ। অ্যাকশন কোরিওগ্রাফার বীরু দেবগনের পরামর্শে চোট সারাতে এই পথ্য সেবন করেছেন পরেশ।

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, হাঁটুর চোট নিয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন পরেশ রাওয়াল। সেখানে তাঁকে দেখতে যান বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা অ্যাকশন কোরিওগ্রাফার বীরু দেবগন। সেখানে পরেশকে নিজের মূত্র পানের পরামর্শ দেন তিনি।

সাক্ষাৎকারে পরেশ বলেন, ‘আমার হাঁটুর চোটের কথা জানার পর তিনি (বীরু) আমাকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে নিজের মূত্র পান করার পরামর্শ দেন। তিনি বলেন, সব যোদ্ধারা এটা করে। এই অভ্যাস করতে পারলে জীবনে কখনোই আর চোটজনিত কোনো সমস্যা ভোগাতে পারবে না। এ ছাড়া তিনি আমাকে অ্যালকোহল, রেড মিট আর তামাক পরিহারের পরমার্শ দেন।’

পরেশ আরও বলেন, ‘আমি নিজের প্রস্রাব বিয়ারের মতো করে পান করেছি। টানা ১৫ দিন এই পথ্য চলেছে। এরপর চিকিৎসকেরা আমার এক্স–রে রিপোর্ট দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিলেন!’

তাঁর ভাষ্যমতে, এ চোট সারতে আড়াই মাসের মতো লাগবে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু মূত্র পানের ফলে সেরে গেছে মাত্র ১৫ দিনে!

Post Comment

YOU MAY HAVE MISSED