ছয় লেনের মহাসড়ক নির্মাণসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ।।
ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ, চীনের দেয়া তিনটি বিশেষায়িত হাসপাতালের একটি বরিশাল বিভাগে স্থাপনের দাবীতে এবার রাজপথে নেমেছে বরিশালবাসী।
দল মত নির্বিশেষে দাবি আদায়ে জোটবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে। দাবি মানা না হলে বৃহত্তর বরিশালবাসী অসহযোগসহ কঠোর কর্মসূচির দেবার হুঁশিয়ারি দিয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকাল ১১ টায় বরিশাল নগরীর সদর রোডে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ভাঙ্গা থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত ২ লেনের সংকীর্ণ রাস্তা থাকার কারণে এ সড়কে প্রতিনিয়ত মারাত্মক দূর্ঘটনা ঘটছে। ফলে জানমালের ক্ষয় ক্ষতি হচ্ছে। এই মহাসড়কে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ীতে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। মহাসড়কটি অত্যান্ত সরু বিধায় ব্যাপক যানজটের কারণে ভাঙ্গা থেকে বরিশাল পৌঁছাইতে ৪ ঘণ্টার অধিক সময় ব্যয় হয়। পদ্মা সেতুর সুফল মূলত দক্ষিণাঞ্চলের জনগণ ভোগ করতে পারতেছে না। পাশাপাশি ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও যথেষ্ট ব্যাঘাত ঘটছে।
বক্তারা আরও বলেন, চীন সরকার বাংলাদেশে চীন-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল নির্মাণ করবে। যার একটি বরিশাল বিভাগে করার জন্য জোর দাবি জানানো হয়।
এ সময় চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবায়েদুল হক চান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সমন্বয়ক মনীষা চক্রবর্তীসহ, বরিশাল ৪ আসনের সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদসহ বিভিন্ন পেশাজীবী ও রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন।
Post Comment