ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় খালেদা জিয়া
অনলাইন ডেক্স ।।
যুক্তরাজ্যে চিকিৎসা নিয়ে ফেরার চারদিন পর গতকাল শনিবার (১০ মে) রাতে গুলশান-২ এ ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসা নিয়ে ফেরার পর এই প্রথম গুলশানের নিজ বাসা ফিরোজা থেকে বের হলেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান জানান, এটা একটি পারিবারিক অনুষ্ঠান।
দলীয় সূত্র জানায়, ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের পর শামীম ইস্কান্দরের বাসায় উঠেছিলেন খালেদা জিয়া। বহু বছর পর গত রাতে ওই বাসায় গেলেন তিনি।
পারিবারিক এই আয়োজনে নীল ও লাল রঙের কম্বিনেশনের একটি শাড়ি পরেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
লন্ডনে চার মাস উন্নত চিকিৎসা নিয়ে গত ৬ মে ঢাকায় ফেরেন খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে চড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাঁর সঙ্গে দেশে ফেরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
Post Comment