জন্মই জেন পাপ হলো এক নবজাতকের!
কলাপাড়া প্রতিনিধি ।।
জন্মই জেন পাপ হলো এক নবজাতক শিশুর। জন্মের ১৩ দিনের মাথয় শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে গেলেন গর্ভধারিনী মা। এমন ঘটনায় হাপাতাল কতৃপক্ষ সহ আগত রোগীরা হতবাক। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কলাপাড়ার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। এনিয়ে হাসপাতালে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই নবজাতক আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিনের তত্বাবধানে রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ১৩ দিন আগে শিশুটির জন্ম হয়। জন্মের পরে শিশুটি অসুস্থ থাকায় তাকে চিকিৎসা সেবা দেয়া হয়। হঠাৎ নবজাতক শিশুটি অসুস্থ হয়ে পরলে শনিবার শেষ বিকালে ওই মা তার নবজাতককে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ০৮ নম্বর বেডে বসেন। এর শিশুটিকে প্রাথমিক সেবা দেয়া হয়। রাত আটটার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান। পরে গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় সেবিকারা ওই নবজাতককে ডা. লেলিনের হেফাজতে রাখেন।
আবাসিক মেডিকেল অফিসার ডা. লেলিন বলেন, মা ফিরে না আসায় আপাতত আমরা দেখভাল করছি। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। শারীরিক সুস্থতা আছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, নবজাতকটির মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেওয়া হবে।
Post Comment