জন্মজয়ন্তীতে রবীন্দ্রনাথকে স্মরণ করলো ববি শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক ।।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীর দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
বুধবার (৭ মে) ববির বাংলা বিভাগের উদ্যোগে কীর্তনখোলা হলরুমে বাংলা সংসদের আয়োজনে এসব কর্মসূচি হয়।
দিনটি উপলক্ষ্যে বাংলা বিভাগের শিক্ষার্থীরা রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। এছাড়া বিশ্বকবির ছোট গল্প ‘শাস্তি’ অবলম্বনে মঞ্চনাটকের আয়োজন করা হয়।
এর আগে, শিক্ষকরা বিশ্বকবির সাহিত্যকীর্তি ও তার দর্শন নিয়ে আলোচনা করেন শিক্ষকরা।
ববির বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায়ের সভাপতিত্বে আলোচনা করেন, সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, ড. শারমিন আক্তার ও মহসিনা হোসাইন, প্রভাষক তাইয়্যেবুন নাহার মিমি।
ববির বাংলা বিভাগের শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, এমন আয়োজনে অংশগ্রহণ করে কবির মানবতাবাদী জীবন দর্শন সম্পর্কে জেনেছি। এছাড়া তার সৃষ্টিশীল চেতনাকে নিজেদের মধ্যে ধারণ করতে পারলে আগামীর পথচলা সহজ ও সুন্দর হবে।
বাংলা বিভাগের প্রভাষক তাইয়্যেবুন নাহার মিমি বলেন, দেশ-কাল-জাতি নির্বিশেষে সকল বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ। আমাদের প্রেম-বিরহের মত ব্যক্তিক অনুভূতি যাপন অথবা বর্ষাযাপন থেকে বসন্তবরণের মত উৎসবও রবীন্দ্রনাথ ছাড়া কল্পনার অতীত। তার জন্মবার্ষিকী পালনের মধ্য দিয়ে মূলত সাহিত্যিক রবীন্দ্রনাথের কথাই স্মরণ করছে না, দার্শনিক, ধ্যানী ও মানবতাবাদী রবীন্দ্রনাথের স্মরণও করছে। উত্তরাধুনিক সভ্যতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি প্রতিনিয়ত হচ্ছি, রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শন চর্চায় অনেক সমাধানের পথই খুঁজে পাওয়া সম্ভব বলে মনে করি।
Post Comment