Loading Now

জমি নিয়ে বিরোধে মাকে মাকে হত্যার চেষ্টা!

 

উজিরপুর প্রতিনিধি ।।

বরিশাল জেলার উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাকে গলা টিপে শাশ্বরোধ করে হত্যার চেষ্টা চালিয়েছে ছেলে ও পুত্রবধূ বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়- উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের মৃত নুরুল হক মোল্লা তার স্ত্রী মায়া বেগমের (৫৫) নামে ২৩ শতাংশ জমি দলিল দেন। ওই জমিতে তার ছেলে শহিদ মোল্লা বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছে। তবে ছেলে শহিদ মোল্লা তার অসহায় মাকে ভরণপোষণ দেয়না। এমনকি বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় তার মাকে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৪ টার দিকে মায়া বেগম তার স্বামীর দেয়া দলিলকৃত জমিতে বসতঘর উত্তোলন করার কার্যক্রম শুরু করলে তার ছেলে শহিদ মোল্লা ও পুত্রবধূ রাবেয়া খাতুন মিলে মায়া বেগমকে গালিগালাজ করে এবং ঘর উত্তোলন করতে বাঁধা দেয়। এর প্রতিবাদ করলে তার উপর অতর্কিত হামলা চালায় এবং গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এসময় ডাক চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে আসার টের পেয়ে পরবর্তী ঘর উত্তোলন করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। তবে অল্পের জন্যে প্রাণে বেঁচে গেলেন অসহায় নারী।

হামলার ঘটনায় আহত মায়া বেগম বাদী হয়ে অভিযুক্ত ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যপারে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্তদের পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

Post Comment

YOU MAY HAVE MISSED