জলাবদ্ধতা নিরসনে সংস্কৃতিকর্মীদের ড্রেন পরিষ্কার
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিচ্ছন্নতা শুরু করেছে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন। সংগঠনটির কর্মীরা উদ্যোগ নিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে অধ্যক্ষের বাসভবনের সামনের ড্রেনটি পরিচ্ছন্নতার মধ্য দিয়ে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম শুরু করেন।
উত্তরণের সদস্য জয় চক্রবর্তী বলেন, ক্যাম্পাসে এখন মূল সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলেই ক্যাম্পাস তলিয়ে যায়, চলাচল করা যায় না। এর কারণ হচ্ছে যতগুলো ড্রেন রয়েছে তাতে ময়লা-আবর্জনা ও গাছের ডাল-পাতা ফেলে আটকে ফেলা হয়েছে।
সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র বলেন, সংগীত, নৃত্য, আবৃত্তি করা সংস্কৃতিকর্মীদের একমাত্র কাজ নয়। ক্যাম্পাস সুন্দর রাখতেও আমাদের দায়বদ্ধতা আছে। এর আগে আমরা বন্যার্তদের জন্য অর্থসহায়তা পাঠিয়েছি। ক্যাম্পাসটি নিজেদের তাই জলাবদ্ধতা নিয়ে আলোচনা, মিছিল মিটিং না করে নিজেরাই কাজে নেমে পড়েছি।
সহ-সভাপতি মাহফুজ নুসরাত বলেন, ক্যাম্পাসে জলাবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এ নিয়ে সবাই সোশ্যাল মিডিয়ায় কথা বলে কিন্তু কেউ উদ্যোগী হচ্ছে না। উত্তরণ সকলকে পথটি দেখাতে চাচ্ছে যে কথা বলে সময় নষ্ট না করে সমস্যা সমাধানে নিজেরা এগিয়ে এলেই আমাদের ক্যাম্পাসটি সুন্দর হয়ে উঠবে।
সংগঠনের সভাপতি সুদীপ্ত দাস বলেন, উত্তরণের কর্মীরা আজকে ড্রেন পরিচ্ছন্নতা শুরু করেছি। অধ্যক্ষ স্যারের বাসভবনের সামনের ড্রেনটি দিয়ে ক্যাম্পাসের পানি সিটি কর্পোরেশনের বড় ড্রেনে অপসারণ হয়। ক্যাম্পাসের ড্রেনটি মাটি, গাছের পাতা, আবর্জনায় আটকে ছিল। আমরা এই জায়গাটি থেকে কাজ শুরু করেছি। ড্রেনগুলো পরিচ্ছন্ন করা হলে দ্রুতই ক্যাম্পাসের জলাবদ্ধতা কমে আসবে বলে মনে করি।
সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, ক্যাম্পাসের জলাবদ্ধতা সমাধান আমি চাইলেই হবে না। এক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নিতে হবে। জলাবদ্ধতার সমস্যাটি একটু জটিল। ক্যাম্পাসের যে ড্রেন তার থেকে উঁচু সিটি কর্পোরেশনের ড্রেন। যে কারণে ক্যাম্পাসের পানি অপসারিত হয় না। আমরা সিটি কর্পোরেশন ও শিক্ষা প্রকৌশল দপ্তরের সঙ্গে আলাপ করেছি। তারা শিগগিরই এসে সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, ১৮৮৯ সালে ৬০ একর জমির ওপর মহাত্মা অশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠা করেন ব্রজমোহন কলেজ। বর্তমানে এখানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন।
Post Comment