Loading Now

জাটকা বিরোধী অভিযানে কোস্টগার্ডের ওপর হামলা

হিজলা প্রতিনিধি ।।

বরিশালের গজারিয়া নদীর মাঝের চর এলাকায় জাটকা রক্ষা অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে অভিযানিক দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড ফাঁকাগুলি ছুড়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে বুধবার (৯ এপ্রিল) রাত ১০টার এ ঘটনায় হামলাকারী কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, রাত ১০টার দিকে গজারিয়া নদীর মাঝের চর এলাকায় উপজেলা মৎস্য অফিস, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করছিল।

হঠাৎ ৭-৮ টি কাঠের বোট নিয়ে অবৈধ পাই জালের ৪০-৫০ জন জেলে অভিযানিক দলের ওপর লাঠি, বাঁশ, ইট, পাথর ইত্যাদি দিয়ে আক্রমণ শুরু করে। এতে কোস্টগার্ডের সদস্য এম মঞ্জুরুল আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর একটি অবৈধ পাই জাল এবং পাই জালে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয় জানিয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, আহত কোস্টগার্ড সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Post Comment

YOU MAY HAVE MISSED