জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ।।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্টের আয়োজনে বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ বক্স সম্মুখে মঙ্গলবার বিকেল ৪ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ স্টেপস্ বরিশাল জেলা পর্যায়ে পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ সদস্য স্বপন খন্দকার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীক, পরিবেশ আইনবীদ ফেরামের বিভাগীয় সমন্বয়কারী মিঃ লিংকন বায়েন। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী। দুঃস্থ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক সাধন ব্যাপারী, হাদিউল্লাহ সুজন, সাঈদ আহমেদ, বিশিষ্ট সমাজসেবক বিমল মুখার্জী, জাকির হোসেন পান্নু। স্বাগত বক্তব্য রাখেন স্টেপস্ বরিশালের মেন্টর মিঃ রনজিৎ দত্ত।
মানববন্ধনে বক্তারা বলেন, চালকদের অদক্ষতা ও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই সড়ক দুর্ঘটনা রোধে চলাচলের পদ নিরাপদ করতে নিজেদের আগে সচেতন হতে হবে। মানতে হবে ট্রাফিক আইন৷ জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ ও প্রচারণা বাড়াতে হবে। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানদের বাইক কিনে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এছাড়াও সড়কের বিভিন্ন সমস্যা তুলে ধরেন বক্তারা । পাশাপাশি তারা এর সম্ভাব্য বিভিন্ন সমাধানের বিষয়ে আলোকপাত করেন। বরিশালের বিভিন্ন স্থানে যানজট ও এর কারণ এবং নিরসন নিয়েও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
Post Comment