Loading Now

জামায়াতের এখন এক নম্বর এজেন্ডা নির্বাচন : হেলাল

 

নিজস্ব প্রতিবেদক ॥

বাংলাদেশ জানায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেছেন, দেশের জনগন এখন অন্য কোনো শক্তিকে নয়, ইসলামপন্থিদের ক্ষমতায় দেখতে চায়। সুতরাং ইসলামপন্থিদের ঐক্যের মাধ্যমে আগামীর পার্লামেন্ট হবে কুরআনের পার্লামেন্ট। ১৯৭৯ সালে জামায়াত নিষিদ্ধ থাকার পরেও জনগনের ভোটে ৬টি আসন পায়। ৮৯/৯০ সালে স্বৈরাচার পতনের আন্দোলনে জামায়াত ভূমিকা রাখে এবং ৯১ সালের নির্বাচনে ১৮টি আসন পেয়ে সরকার গঠনে সহায়তা করে। ২০০০ সালে জামায়াত সরকারের গঠনে সহায়তা করে এবং তৎকালীন সময়ে দুইজন মন্ত্রী ছিলেন। তাদের বিরুদ্ধে ২ টাকারও দুর্নীতি পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার রাতে নগরীর একটি অডিটোরিয়ামে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরকে বরিশাল-৩ আসনের জন্য প্রস্তুতি গ্রহণ করার কথা বলা হয়েছে। তাকে গণমানুষের নেতা হিসেবে গড়ে তুলতে হবে। জামায়াতের এখন এক নম্বর এজেন্ডা নির্বাচন।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া দায়িত্বশীল সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির মাহমুদ হাসান দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারী মাস্টার মিজানুর রহমান,হাফেজ মাওলানা হাসান আতিক ও তারিকুল ইসলাম। মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নাল আবেদীন, শামীম কবির, জাফর ইকবাল, শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিনসহ মহানগরীর সকল থানা আমির সেক্রেটারি ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।

Post Comment

YOU MAY HAVE MISSED